বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
Headline
Headline
সিংগাইর থানার ওসি জাহিদুলকে ফাঁসাতে নানা চক্রান্তের অভিযোগ জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক হলেন হরিরামপুরের মামুন শিকদার বছরের শুরুতেই ম্যাচ খেলতে ইন্টার মিয়ামিতে মেসি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আসেনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ- রিজভী সিঙ্গাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকাল  জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালামের মৃত্যুতে মিজানুর রহমান মিরুর শোক প্রকাশ অবৈধ জন্ম নিবন্ধনের তথ্য ফাঁস করায় প্রশাসনিক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি টাঙ্গাইলে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“খুনি-সাদিয়ানী” ওয়াসিফ গংদের ফাঁসির দাবিতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ ‎

নিজস্ব সংবাদদাতা / ১০ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

গভীর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও এবাদতরত মুসল্লিদের উপর আক্রমণ এবং হত্যাকারী ‘খুনি-সাদিয়ানী’ ওয়াসিফ গংদের ফাঁসি, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি সিংগাইর উপজেলার সামনের চৌরাস্তা থেকে শুরু হয়ে বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাজার হয়ে থানার সামনে দিয়ে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শতশত ধর্মপ্রান মুসল্লী উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

‎উপজেলা তাবলীগের শূরা কমিটির সভাপতি মাও. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাও. আব্দুল ওহাব।

‎উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম মানিকগঞ্জীর  সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ফজলুল করিম, মহিউদ্দিন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম,  পৌর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ক্বারী বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান আইয়ুবী, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আশরাফ আলীসহ অনেকে।
সমাবেশ শেষে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে, পাশাপাশি সাদিয়ানী (সাদ পন্থী) গ্রুপকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে সিংগাইর উপজেলায় তাদের দ্বীন ও তাবলীগের নামে যে কোন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি দেয়া হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর