বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
Headline
সিংগাইর থানার ওসি জাহিদুলকে ফাঁসাতে নানা চক্রান্তের অভিযোগ জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক হলেন হরিরামপুরের মামুন শিকদার বছরের শুরুতেই ম্যাচ খেলতে ইন্টার মিয়ামিতে মেসি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আসেনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ- রিজভী সিঙ্গাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকাল  জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালামের মৃত্যুতে মিজানুর রহমান মিরুর শোক প্রকাশ অবৈধ জন্ম নিবন্ধনের তথ্য ফাঁস করায় প্রশাসনিক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি টাঙ্গাইলে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিঙ্গাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকাল 

নিজস্ব সংবাদদাতা / ২৫ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. কেরামত আলীর স্ত্রী বেগম হাছিনা ইন্তেকাল করেছেন। গত শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা জানাজার নামাজ শেষে পৌরসভার ঘোনাপাড়া কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। এদিন ভোর সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে পৌর এলাকার আঙ্গারিয়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম হাছিনার মেজো ছেলে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খান শ্যামল জানান, আমার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

এদিকে বেগম হাছিনার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য শোকার্ত মানুষ তার বাড়িতে ভিড় করে।

বেগম হাছিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি মো. আবিদুর রহমান খাঁন রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, বিশিষ্ট শিল্পপতি তমিজউদ্দীন, সিঙ্গাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর