মানিকগঞ্জের সিংগাইরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ।
তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগী না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি আপনারা অংশ গ্রহণ না করেন তবে ক্রীড়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তার একটা ফি নেন কেনো। ক্রীড়া শিক্ষকদের আরো প্রশিক্ষিত হওয়ার জন্য তাগিদ দেন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক অনু, জি জি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোবায়ের হোসেন খানসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।