শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
Headline
সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেতে অটোচালকের লাশ উদ্ধার প্রকাশ্যে ধর্ষনের শাস্তি দাবি করে সিংগাইরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিংগাইরে ব্যবসায়ী ফারুক হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ১২ সিংগাইরে জোবায়ের ও সাদ পন্থীদের গ্রুপিং সমস্যার সমাধানে ওসি জাহিদুল ইসলাম  মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৫০ জনের পদত্যাগ মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের নতুন কমিটি পেয়েই পদত্যাগের হিরিক আগামী দিনের রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি – ছাত্রদল নেতা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ১২

নিজস্ব সংবাদদাতা / ৪৩ Time View
Update : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামও উদ্ধার করা হয়। শনিবার(১মার্চ) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫), লিয়াকত আলী (৫৪) ও আসামি শরিফ।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। এর পর রাত সোয়া ৪টার দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত কারখানার ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানান।
ঘটনার পর দিন রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ডিজিএম (প্রশাসন) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

রাইজিং কারখানার ডিজিএম কলিমউদ্দিন বলেন, ডাকাতির ঘটনার পরে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পর পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করে। শুনেছি বেশ কয়েকজন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আমরা আশা করি এই ধরনের ঘটনা আগামীতে আর ঘটবে না। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শিগগির গ্রেফতার করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর