”তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে” এই স্লোগানে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে দেয়ার দাবি জানান স্থানীয় ছাত্র জনতা ও আলেম সমাজ।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে চান্দহর ইউনিয়ন সমাজ কল্যান ফাউন্ডেশন ও স্থানীয় ছাত্র-জনতার আয়োজনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তিপুর তদন্ত কেন্দ্রের সামনে থেকে শান্তিপুর বাজার প্রদক্ষিন করে শান্তিপুর মাদ্রাসার সামনে এসে মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশে চান্দহর সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো: কাওসার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: তারিকুর রহমান আলাল, শান্তিপুর জামিয়া ইসলামিয়া হাসেমিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা জুনায়েদ আল হাবিব, চান্দহর সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি মো: ফরহাদ রেজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মহসিন খান রিপন, চান্দহর সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মো: আরিফ হোসেন, নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সদস্য মো: আকাশ মাহমুদসহ স্থানীয় ছাত্র জনতা প্রমুখ।
দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়ার কথা জানান উপস্থিত ছাত্র-জনতা।